করোনা (COVID-19) না কালকেও (Kalki Avatar) কে গড়বে নতুন পৃথিবী আর কেমনই বা হবে সত্যযুগ ? আমরা কি বাচবো ? কি বলছে আদি পুরাণ…

করোনা ও কালকেও
উল্কাপাত, ভূমিকম্প অথবা সুনামির ফলে পৃথিবী যেমন একাধিকবার ধ্বংস হয়েছে ঠিক তেমন নতুন করে নিজেকে গড়েও নিয়েছে… পৃথিবীর এই ভাঙ্গা গড়া চলতেই থাকে।
সনাতন মতে পৃথিবী বহুবারই বিপদের সম্মুখীন হয়েছে এবং তা উদ্ধার করেছেন স্বয়ং পালনকর্তা কোন না কোন অবতারের রূপ ধারণ করে।তাঁর আবির্ভাব হয়েছে যুগে যুগে।ভারতীয় দর্শনে এই দীর্ঘ সময়ের চক্রটি নির্ধারণ করা হয় চারটি যুগের মাধ্যমে… সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। 12 হাজার বছরে এক যুগ ধরা হয়।

কালকেও
পুরাণমতে আমরা জানি কলিযুগের শেষে, হাতে ঢাল তরোয়াল নিয়ে ঘোড়ার পিঠে চড়ে কালকেওর (Kalki Avatar) আবির্ভাব হবে এবং ভগবান বিষ্ণু তাঁর দশ অবতারের শেষ অবতারের ভূমিকা পালন করবেন।দুষ্টের দমনের সাথে সাথে সত্য যুগের সূচনা হবে…
ওই সত্য যুগে পরিবেশ হবে দূষণমুক্ত – খাদ্য, বাসস্থান এবং প্রাকৃতিক সম্পদের কোন অভাব থাকবে না ;যার ফলে মানুষের মিথ্যের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না।
বিখ্যাত নোস্ট্রাডামাসের মত ভিন্ন হলেও বিষয়টা কিন্তু এক
তাহলে আমার প্রশ্ন! এই করোনাই (COVID-19) কি কালকেও ?
যদি সত্যিই তাই হয় তাহলে ওই নতুন পৃথিবীকে পেতে হলে জাতি, ধর্ম নির্বিশেষে আমাদের সবাইকে বাঁচতে হবে। তার জন্য ডাক্তার এবং প্রশাসনের নিয়ম মেনে সহযোগিতা করুন…
নিজেকে সুস্থ রাখুন নিয়মিত শরীরচর্চা করুন এবং আরেকজনকে সচেতন করুন।
নিচের কমেন্ট বক্সে আপনার মতামত বা পরামর্শ নির্দ্বিধায় দিতে পারেন।